নিজস্ব প্রতিবেদক: যশোর নীলগঞ্জ মহাশ্মশানে শনিবার বিকেলে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলগঞ্জ মহাশ্মশান কমিটির আহবায়ক অধ্যাপক অলোক ঘোষ। প্রধান অতিথি ছিলেন নীলগঞ্জ মহাশ্মশান কমিটির উপদেষ্টা অসীম কুন্ডু।
উপস্থিত ছিলেন নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সদস্য নির্মল কুমার বিট, নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সদস্য সচিব সনৎ কুমার সাহা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৃণাল দে, নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সদস্য বিশ্বনাথ মোদক, সুব্রত ঘোষ শুভ, দেবাশীষ চন্দ্র, লিটন অধিকারী, উজ্জ্বল হালদার,রাজেশ বিশ্বাস, শ্যামল পাল প্রমুখ।
অপরদিকে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্যামল দাসের আয়োজনে শহরের বেজপাড়া থেকে উল্টো রথযাত্রা বের হয়। রথযাত্রাটি বিসিক শিল্প নগরে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষসহ নেতৃবৃন্দ।