Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোরে এডওয়ার্ড সাঈদের ‘ওরিয়েন্টালিজম’র ওপর আলোচনা

‘আমাদের ইতিহাস আমরাই লিখবো, পাশ্চাত্যের চোখে নিজেকে দেখবো না’

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০২:৫৫:১৮ পিএম

প্রেসবিজ্ঞপ্তি: এডওয়ার্ড সাঈদের লেখা ‘ওরিয়েন্টালিজম’ বইয়ের ওপর যশোরে অনুষ্ঠিত আলোচনা সভায় কবি ও প্রাবন্ধিক ফয়েজ আলম বলেছেন, আমাদের ইতিহাস আমরাই লিখবো। পাশ্চাত্যের চোখে নিজেকে দেখবো না আমরা। নজরুলকে আমরা প্রাচ্যের শেলী বলবো না। নজরুলকে বলবো আমাদের নজরুল।

‘ওরিয়েন্টালিজম’ নিয়ে অধ্যাপক শরীফ হোসেন পাঠচক্র আয়োজিত এক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার বিকেল ৫টায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি’র ৩য় তলায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি আরো বলেন, ওরিয়েন্টলিজম বইয়ে সাঈদ আমাদের শেখান কীভাবে চিন্তা করতে হবে। বইটিতে সাঈদ  দেখিয়েছেনÑ কীভাবে আমাদের ইতিহাকে আমরা পাশ্চাত্যের চোখে দেখি। সাঈদের এই বইটি আমাদের সামনে উন্মোচন করেছে দর্শনের এক নতুন দিগন্ত। এবং এই বইটি প্রকাশের পরেই সারা পৃথিবীতে নতুন করে প্রাচ্যবাদ নামে নতুন একটি দর্শনের উদ্ভব হয়েছে। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর পাবলিক লাইব্রেরির সম্পাদক এস নিয়াজ মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন যশোর পাবলিক লাইব্রেরির সহকারী সম্পাদক ছড়াকার মুস্তাফিজুর রহমান মুস্তাক। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি খলিল মজিদ ও কবি রাজু আহাম্মেদ মামুন। আলোচনা সভা সঞ্চালনা করেন দৈনিক রানারের সাহিত্য সম্পাদক কবি মামুন আজাদ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)