কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর শাখার উদ্যোগে শনিবার বিকেলে আবু সরাফ সাদেক অডিটোরিয়ামে রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আমির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মুক্তার আলী। প্রধান অতিথি ছিলেন যশোর জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন জেলার সহকারি সেক্রেটারি বিলাল হুসাইন, কেশবপুর উপজেলার সাবেক আমির মাওলানা আব্দুস সামাদ, উপজেলার নায়েবে আমির সুপার মাওলানা রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি বিশিষ্ট আইনজীবী ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম, আলফাজুর রহমান, সুপার আব্দুর রহমান।