নিজস্ব প্রতিবেদক : যশোরের রপদিয়ায় দিনব্যাপী হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রূপদিয়া বাজারস্থ মুন্সি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন ও দোয়া মাহফিল হয়। মনজুরুল টুরিস্ট অ্যান্ড ট্রাভেলস এর আয়োজন করে। ব্যবস্থাপক অধ্যাপক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন মনজুরুল হজ কাফেলার পরিচালক আলহাজ্ব মনজুরুল ইসলাম, রূপদিয়া বাজার মসজিদের ইমাম ও খতিব হাফেজ হাসান নোমান, রূপদিয়া বাজার বণিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, মনজুরুল হজ কাফেলার সাথী ডা. এইচএম হাবিবুর রহমান, নরেন্দ্রপুর ইউনিয়ন জামাতের আমির হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, হাফেজ মো. নুরুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুল কালাম। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো.হামিদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ ইমরান হোসেন সাইফী ।