Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় শিক্ষক ও অফিস সহায়ককে

এখন সময়: শনিবার, ২ আগস্ট , ২০২৫, ০২:৫৯:০২ এম

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে এক শিক্ষক ও এক অফিস সহায়ককে বিদায় জানিয়েছেন সহকর্মীরা। বৃহস্পতিবার সকালে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এই ব্যতিক্রমী আয়োজন হয়।

বিদায় নেয়া দুজন হলেন, বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমান। তারা দুজনই সম্প্রতি অবসর নিয়েছেন।

বিদায় উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে এক স্মৃতিচারণামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেদারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা ও অন্যান্য শিক্ষকরা।

আয়োজকরা জানান, শিক্ষক আজিবর রহমান দীর্ঘ ২১ বছর এবং মশিয়ার রহমান বহু বছর ধরে বিদ্যালয়টিতে কর্মরত ছিলেন। তাদের সম্মানে এই বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ঘোড়ার গাড়িতে করে বিদ্যালয় থেকে তাদের বিদায় জানানো হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

বিদায়ী শিক্ষক আজিবর রহমান বলেন, ‘এই বিদ্যালয়ে দীর্ঘ সময় কাটিয়েছি। এমন ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞ। চলার পথে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।’

প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, ‘চাকরির শেষটা সবার জন্যই আবেগের। আজ আমরা ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় জানাচ্ছি। এটা কষ্টের হলেও সবাইকে মেনে নিতে হবে। আর এই বিদায়ের দিনটি যেন স্মরণীয় হয়ে থাকে, তাই এই বিশেষ আয়োজন করা হয়েছে।’

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক আবেগঘন বিদায় অনুষ্ঠানে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)