খাজুরা (যশোর) প্রতিনিধি: যশোরের খাজুরা মাখনবালা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবাগত সভাপতি আক্তারুজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে অ্যাকাডেমিক ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে আক্তারুজ্জামানকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক-কর্মচারীরা। এরপর একে একে বিভিন্ন বিদ্যালয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে আগে ভালো শিক্ষক দরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে। স্বৈরাচার হাসিনা শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। তার শাসনামলে মেডিকেলে ভর্তির প্রশ্ন ফাঁস হয়েছে, বিসিএস পরীক্ষায় প্রশ্ন টাকার বিনিময়ে বেঁচাকেনা হয়েছে। টাকার কাছে মেধাবীরা পরাজিত হয়েছিল।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী খন্দকার ও হাবিবুর রহমান, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান। এ সময় বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক এমপি রণজিৎ রায়ের মায়ের নামে বিদ্যালয়ের নামকরণ বাতিল করে আগের নামে করার জোর দাবি জানান। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টো, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ। সন্ধ্যায় একই মিলনায়তনে ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির শোভাযাত্রা সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহভাপতি আব্দুস সালাম সৌদির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠননের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।