Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

একাদশে ভর্তি ফি নির্ধারণ  করে দিলো যশোর বোর্ড

এখন সময়: শনিবার, ২ আগস্ট , ২০২৫, ০১:১০:২৬ পিএম

 

মিরাজুল কবীর টিটো: ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ফি নির্ধারণ করে দিয়েছে যশোর শিক্ষা বোর্ডের কলেজ শাখা। কোন কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফিসের চেয়ে বেশি টাকা নিতে পারবে না। যদি কোন কলেজের বিরুদ্ধে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ পাওয়া যায় তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে জানান কলেজ পরিদর্শক প্রফেসর এসএম তৌহিদুজ্জামান।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেয়া শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি ক্ষেত্রে নির্ধারিত ফিসের মধ্যে রয়েছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জেলার বাংলা ভার্সন ও ইংরেজি কলেজে উন্নয়ন ফি, সেশনচার্জ, ভর্তি ফি, ২ হাজার টাকা, উপজেলা ও মফস্বল এলাকার কলেজের উন্নয়ন ফি, সেশনচার্জ, ভর্তি ফি, ১ হাজার ৫০০ টাকা। নন এমপিওভুক্ত ও আংশিক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জেলার বাংলা ভার্সন কলেজে উন্নয়ন ফি, সেশনচার্জ, ভর্তি ফি ৩ হাজার টাকা। ইংরেজি কলেজে উন্নয়ন ফি, সেশনচার্জ, ভর্তি ফি ৪ হাজার টাকা।

উপজেলা ও মফস্বল এলাকার বাংলা ভার্সন কলেজে উন্নয়ন ফি, সেশনচার্জ, ভর্তি ফি ২ হাজার ৫০০ টাকা, ইংরেজি ভার্সন কলেজে ৩হাজার টাকা।

সেশনচার্জ, ভর্তি ফিসের মধ্যে অনলাইনে আবেদনের ক্ষেত্রে  ভর্তি ফি ২২০ টাকা, শিক্ষা প্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থীর কাছ থেকে রেডক্রিসেন্ট ফি ২৪ টাকা গ্রহণ করবে। প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া মঞ্জুরী ফি ৪০০ টাকা শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে। এমপিওভুকত্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্ত ভাবে সেশনচার্জ ও ভর্তি ফি গ্রহণ করতে হবে।

শিক্ষা বোর্ড শিক্ষার্থীর কাছ থেকে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করার সময় শিক্ষার্থী প্রতি ৭ খাতে ৩৩৫ টাকা গ্রহণ করবে। ৭ খাতে হচ্ছে,রেজিস্টেশন ফি ১৪২ টাকা,ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার ফি ১৫ টাকা রেডক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ৫ টাকা ও শিক্ষক কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ভাতা ফি ১০০ টাকা।

এ ব্যাপারে বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এসএম তৌহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের ভর্তির সুবিধার্থে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ফি নির্ধারণ করে দেয়া হয়েছে। কোন কলেজ নির্ধারিত ফিসের চেয়ে বেশি টাকা নিতে পারবে না। কোন কলেজের বিরুদ্ধে বেশি টাকা নেয়ার অভিযোগ পাওয়া যায় তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)