তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার এবং সারাদেশে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার তালায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় তালা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
তালা প্রেসক্লাব সভাপতি এম. এ. হাকিমের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এস. এম. লিয়াকত হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এ. ফয়সাল, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম দাদুভাই, জামায়াত নেতা শাহ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা ইঞ্জিনিয়ার মামুন প্রমুখ।