শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে দিলরুবা ক্লাব ও এলাকাবাসীর আয়োজনে এবং দিলরুবা ক্লাবের সভাপতি ও নির্বাহী শিক্ষা প্রকৌশলী মো. হাসান শওকত এর পৃষ্ঠপোষকতায় ব্যতিক্রমী রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এমন আয়োজন মাগুরা জেলা স্টেডিয়াম ব্যতীত জেলার কোন খেলার মাঠেই চোখে পড়েনি। ব্যতিক্রমী এ ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগ করতে দূরদূরান্ত থেকে ফুটবল প্রেমিরা খেলার মাঠে ভিড় করে।
এ সময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক ফাহিম রেজা প্রিন্স, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলাম, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বাকিউল আলম, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ফারুক আহম্মেদ, ইউপি সদস্য ওসিয়ার রহমান বাবু, যুবদল নেতা আবুল বাশার রিপন মোল্যাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিলরুবা কিংস ও দিলরুবা রয়েলসের মধ্যকার তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টে দিলরুবা কিংস ১-০ গোলে দিলরুবা রয়েলসকে পরাজিত করে। পরে এলাকার প্রাক্তন ফুটবলাদের নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।