প্রেসবিজ্ঞপ্তি : সাংবাদিক ইউনিয়ন যশোরের কোষাধ্যক্ষ এমএআর মশিউরের শাশুড়ি সাহিদা বেগম ও সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার স্ত্রী নূরজাহান আরা নীতি ইন্তেকাল করেছেন। সোমবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজন মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ এক বিবৃতিতে শোকাহত পরিবার দুটির সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি প্রয়াত দুই স্বজনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।