নিজস্ব প্রতিবেদক : যশোরের চারুপীঠ আর্ট গ্যালারিতে নাট্য গবেষণা কেন্দ্র ( থিয়েটার রিসার্চ সেন্টার) এর আয়োজনে তিনদিন ব্যাপী মেথড অ্যাক্টিং ওয়ার্কশপ মঙ্গলবার শেষ হয়েছে।
৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়ার্কশপে যশোরের বিভিন্ন সংগঠনের তরুণ ও প্রবীণ নাট্যকর্মী ২০ জন অংশগ্রহণ করেন।
এই ওয়ার্কশপে যশোরের নাট্যজন অরুন মজুমদার, আতিকুজ্জামান রনি, আসিফ খান ও শিপন চৌধুরী প্রশিক্ষণ দান করেন। এ সময় তারা মূলত স্ট্যানিস্লাভস্কি প্রণীত মেথড অ্যাক্টিং-এর মূল কৌশলগুলো নিয়ে তাত্ত্বিক আলোচনা এবং ব্যবহারিক অনুশীলন পরিচালনা করেন।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পরিবেশন করে ‘ওয়ান’ নামক নাট্যাংশ।
নাট্য ব্যক্তিত্ব হারুন অর রশিদ, দীপংকর দাস রতন, সানোয়ার আলম খান দুলু, শিক্ষক জসিম উদ্দিন এবং অধ্যাপক শাজাহান কবির, ছড়াকার ও সাংবাদিক রিমন খান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাড. চুন্নু সিদ্দিকী।
এ সময় ওয়ার্কশপে অংশগ্রহণকারী ৩ জন সেরা অভিনয়শিল্পীকে স্মারক প্রদান করা হয়, যা তাদের প্রতিভা ও অনুশীলনের প্রশংসাসূচক স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি উপস্থিত দর্শক অতিথিদের মুগ্ধ করে।