নিজস্ব প্রতিবেদক: মামলা প্রত্যাহার না করায় বাদীর মারপিট ও মুখে কীটনাশক ঢেলে হত্যা চেষ্টার ঘটনায় মানুয়াসহ ৫ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার অভয়নগরের পোতপাড়া গ্রামের খান জাহান আলীর মেয়ে সোনিয়া আক্তার দিয়া এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।
আসামিরা হলো, যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার শামিম আহম্মেদ মানুয়া ও তার স্ত্রী মনোয়ারা বেগম, ছেলে এহতেসান আহম্মেদ ফয়সাল, মেয়ের স্বামী রিপন, ভাই সুমন, একই এলাকার বাবুর স্ত্রী নিশা।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১৩ মে সোনিয়া আক্তার দিয়া আসামি মানুয়ার ছেলে ফয়সালের বিরুদ্ধে নারী নির্যাতনের ঘটনায় একটি মামলা করেছিলেন। এ মামলা প্রত্যাহার করে নিতে আসামিরা প্রায় সময় হুমকি দিয়ে আসছিলো। মামলার আসামি ফয়সাল আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছে। গত ২৩ আগস্ট রাত ৯টার দিকে মীমাংসার কথা বলে সোনিয়াকে আসামি মানুয়ার তার বাড়িতে আসতে বলে। সোনিয়া তার ভাই তামিম শেখকে সাথে নিয়ে মানুয়ার বাড়ি যাচ্ছিলো। পথিমধ্যে শংকরপুর ভাঙড়ি পট্টির সামনে পৌঁছুলে আসামির তাদের ধরে মারপিট করে গুরুতর জখম করে। এ সময় মাটিতে পড়ে থাকায় সোনিয়াকে চেপে ধরে আসামিরা হত্যার উদ্দেশ্যে মুখে কীটনাশক ঢেলে দেয়। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়। গুরুতর দুইজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে কোতোয়ালি থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ তা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।