ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় বানিয়াখালী বাজারের ব্যবসায়ী অনুপম দাস (৩৬) মারা গেছেন। রোববার সন্ধ্যা ৭ টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায়, দীর্ঘদিন রিউম্যাটিক ফিভার (বাতজ্বর) নামক রোগে ভুগছিলেন অনুপম দাস। তিনি বানিয়াখালী বাজারের ‘সন্ধ্যা স্টুডিও’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন। অনুপম দাস কালিকাপুর গ্রামের নিখিল চন্দ্র দাসের ছেলে এবং বানিয়াখালী বাজার পরিচালনা কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, পিতামাতাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। রাতে বানিয়াখালী শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে বাজার ব্যবসায়ীবৃন্দ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সকল দোকানপাট বন্ধ রেখে শোক প্রকাশ করেন।