অভয়নগর (যশোর) প্রতিনিধি : দেশের অন্যতম বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাঈদুর রহমান লিটুর পিতা হাজী বিশারত আলীর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে অভয়নগর উপজেলার নোয়াপাড়া গ্রুপের সুফলা ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, এটিএন নিউজের যশোর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোল্যা হাবিবুর রহমান হাবিব, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার সাইখুল হাদীস আলহাজ্ব হযরত আল্লামা মুফতি তৈয়েব সাহেব।
উল্লেখ্য, হাজী বিশারত আলী গত রোববার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।