Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাংবাদিক মুন্নার স্ত্রীর ইন্তেকাল, শোক

এখন সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর , ২০২৫, ০৩:২২:২৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : দৈনিক স্পন্দনের সাবএডিটর গোলাম মোস্তফা মুন্নার স্ত্রী, বিদ্রোহী সাহিত্য পরিষদের সহসভাপতি কবি ও আবৃত্তি শিল্পী নূরজাহান আরা নীতি আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। ২ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন দৈনিক স্পন্দন পরিবারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


নূরজাহান আরা নীতি একাধারে কবি, উপস্থাপক ও আবৃত্তি ও নাটকেও দখল ছিল। তিনিগত ৩০ আগস্ট প্রেসক্লাব যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনার একটি প্রোগ্রাম চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। ওই দিন রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আর ভর্তির দুদিন পর ২ সেপ্টেম্বর ভোরে মারা যান। দৈনিক স্পন্দনের সাব এডিটর কবি গোলাম মোস্তফা মুন্নার স্ত্রী প্রয়াত নীতি নড়াইলের দূর্গাপুর ডুমুরতলার বামরাজনীতিক নওরোজ মোল্লার বড় মেয়ে। মৃত্যুর পর ওই দিন তার মরদেহ দিয়ে যাওয়া হয় স্বামীর গ্রামের বাড়ি মণিরামপুরের কপালিয়া গ্রামে। সেখানে মাঝেরপাড়া জামে মসজিদে জোহরবাদ জানাযা শেষে বাড়ির পাশে দাফন করা হয়। এদিকে তার অকাল প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরে সভাপতি প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, বিদ্রোহী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি কবি ও গবেষক পদ্মনাভ অধিকারী, কৃষ্টিবন্ধন ঝিকরগাছা শাখার সভাপতি কবি রেবেকা টপিসহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কবি সাহিত্যিক পোস্ট করেছেন নানা শোক গাঁথা। নেতৃবৃন্দ কবি নীতির বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
এদিকে মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামের বাড়ি মণিরামপুরের কপালিয়া গিয়ে জানাযায় অংশ নেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোশেদ আলম, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, দৈনিক স্পন্দনের বার্তা সম্পাদক মিজানুর রহমান মুন, শহীদ জয়, কবি ও সাংবাদিক কাজী নূর, কবি অরুণ বর্মণ, সঞ্জয় নন্দী, কবি আতিয়ার রহমান। গোলাম মোস্তফা মুন্না ও তার শ্বশুর নওরোজ মোল্লা জানাযার আগে আবেগঘন বক্তব্য রাখেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)