Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒কার্যক্রম উদ্বোধন

পাঁচ জেলায় দুই লক্ষাধিক শিক্ষার্থীর চোখ পরীক্ষা করে বিনামূল্যে চশমা দেয়া হবে

এখন সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর , ২০২৫, ০৩:২২:২৯ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : ‘‘স্বচ্ছ দৃষ্টি। উজ্জল ভবিষ্যৎ। আমার চশমা আমাকে আরো স্পষ্টভাবে বোর্ড দেখতে সাহায্য করে’’ শিরোনামে দেশের পাঁচটি জেলায় স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চোখ পরীক্ষা করে চশমা ও চক্ষু সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে যশোরে।
সি টু লার্ন প্রোগ্রামের আওতায় আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার এবং ভিশন স্প্রিং এর যৌথ উদ্যোগে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে পাঁচটি জেলার দুই লক্ষাধিক শিক্ষার্থীর চোখ পরীক্ষা করে বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে।
২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জেলার ঝিকরগাছা উপজেলার নাভারণ আকিজ কলেজিয়েট স্কুলে কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা ও জেলা শিক্ষা অফিসার মো: মাহফুজুল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভিশন স্প্রিং এর কান্ট্রি ডিরেক্টর মিশা মাহজাবীন, আকিজ কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুজ্জামান, সিভিসি’র এক্সিকিউটিভ ডিরেক্টর মো: রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের জিএম মো: রবিউল হক।
প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীদের চোখের দৃষ্টি শক্তি পরীক্ষা করে চশমা প্রদানের জন্য বাছাই করা হয়। তারা লাইন দিয়ে চোখ পরীক্ষা করায়। এই ধরনের আয়োজনে বিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এসময় শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করে। তারা জানায়, এটি একটি ভালো উদ্যোগ। আমরা সহজে স্কুলে চোখ পরীক্ষা করাতে পেরেছি। আমাদের অনেকের চোখের সমস্যা চিহ্নিত হয়েছে। সে অনুযায়ী বিনামূল্যে চশমা প্রদান করা হবে। আয়োজকদের আমরা এই ধরনের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানায়।
চোখ পরীক্ষা করতে গিয়ে অনেক শিক্ষার্থীর চোখে সমস্যা ধরা পড়ে। যারা সমস্যাটিকে এতদিন গুরুত্ব দেয়নি বা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এদের অনেকেরই পড়ার সময় মাথা ব্যাথা অনুভূত হত। আবার কারো ক্লাসে বোর্ডে শিক্ষকের লেখা দুর থেকে স্পষ্ট পড়তে সমস্যা হয়।
এছাড়া ভিশন স্প্রিং এর প্রোগ্রাম ম্যানেজার উম্মে সাউদা, রিসোর্স ম্যানেজার আশনা আফরোজ আহমেদ ও আবিদুল হাসান, সুশান্ত সরকার শুভ ও মোফাচ্ছের হায়দার ভুইয়া উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষকবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)