ডুমুরিয়া প্রতিনিধি : সাবেক সাংসদ ও খুলনা-৫ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ আলিসর লবি বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে। নেতাকর্মীরা মামলা, হামলা, জেল, জুলুমসহ নানা ষড়যন্ত্রের শিকার হয়েছে। আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জের হবে। এ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এজন্য গ্রামগঞ্জে যেয়ে সাধারণ মানুষের কাছে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে। গতকাল বুধবার বিকালে ডুমুরিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।
উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজেন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্যদেন বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান মোল্যা মাহাবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি মোল্যা কবির হোসেন, জেলা শ্রমিক দলের সেক্রেটারী খান ইসমাইল হোসেন, বিএম হাবিবুর রহমান হবি, আমিনুর রহমান মোড়ল, আসাদুজ্জামান মিন্টু, আব্দুল মজিদ জোয়াদ্দার, বিএম আইয়ুব আহমেদ, সরদার দৌলত হোসেন, গাজী মোনায়েম হোসেন, হেমায়েত রশিদ খান, শাহিদুজ্জামান বাবু, গাজী আতিয়ার রহমান, মাস্টার নজরুল ইসলাম, এফএম গোলাম সরোয়ার, মোল্যা আবুল কাশেম, শেখ আব্দুর রশিদ, আবু সাঈদ ফকির, হাবিবুর রহমান শেখ, আবু হাসান গাজী, খোকন তালুকদার, শফিকুল ইসলাম সরদার প্রমুখ। আলোচনা সভা শেষে বিএনপির দলীয় কার্যালয় হতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।