Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ব্যয় ৮৯২ কোটি টাকা

আরবপুর-চাঁচড়া দুই কিলোমিটার ফ্লাইওভার কাম রেলওয়ে ওভারপাস নির্মাণ হবে

এখন সময়: শুক্রবার, ৫ সেপ্টেম্বর , ২০২৫, ১২:২৮:২২ পিএম

মিরাজুল কবীর টিটো : যশোরের সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে। এ লক্ষ্যে নির্মাণ করা হবে ফ্লাইওভার কাম রেলওয়ে ওভার পাস। উইকেয়ার রোড-১ (ওয়েস্টার্ন ইকোনমিক করিডর) এর আওতায় যশোর-ঝিনাইদহ উন্নয়ন প্রকল্পে এটি নির্মাণ হবে। ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৯২ কোটি টাকা।
জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২ টায় কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত জেলা ভূমি বরাদ্দ কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়। সেই সাথে কি ধরনের ফ্লাইওভার নির্মাণ হবে তার ভিডিও চিত্র দেখানো হয়। সামনে আরেকটি সভায় এসব উন্নয়ন কাজ চূড়ান্ত হবে বলে জানানো হয়।
উইকেয়ার রোড-১ যশোর-ঝিনাইদহ উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী নকিবুল বারী জানান- উইকেয়ার রোড-১ (ওয়েস্টার্ন ইকোনমিক করিডর) যশোর-ঝিনাইদহ উন্নয়ন প্রকল্পে আরবপুর থেকে চাঁচড়া পর্যন্ত ২ কিলোমিটার ফ্লাইওভার কাম রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হবে। ফ্লাইওভারের উপর দিয়ে পরিবহন ও নিচ দিয়ে ট্রেন চলাচল করবে। বাইপাস সড়কের সাথে ফ্লাইওভারের সংযোগ থাকবে। সাতমাইল বাজারে ১৫ মিটার ফ্লাইওভার ও চুড়ামনকাটি বাজারে ১০০ মিটার ফ্লাইওভার নির্মাণ করবে। এ দুটি ফ্লাইওভারের নিচে বাইপাস সড়ক দিয়ে চলাচলের ব্যবস্থা থাকবে। ফ্লাইওভারের উপরে সিটি ক্যামেরা স্থাপন ও লাইট লাগানো হবে। সামনে আরেকটি সভায় এসব উন্নয়ন কাজের বিষয় সংশোধন করে চূড়ান্ত হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, সাতমাইল বড় বাজার। সেখানে ফ্লাইওভার এমনভাবে নির্মাণ করা হবে যাতে করে ব্যবসা,বাণিজের বাধাগ্রস্ত না হয়।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, যশোর- খুলনা রোডের বাম পাশের খাল পুনঃখনন করা হবে।
এসময় বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম প্রমুখ।
এসব সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)