নিজস্ব প্রতিবেদক : যশোরের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় বিজিবির অভিযানে ২২৫ গ্রাম ওজনের দুটি সোনারবারসহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খুলনা-যশোর মহাসড়কের ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তির নাম বাদশা শেখ (২৫)। তিনি রাজবাড়ি জেলার নবাবভাড়ী উপজেলার পোদমদী গ্রামের সোহেল শেখের ছেলে। বিজিবি জানায়, তার পরিহিত প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা সোনারবার দুটি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা শেখ জানান, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনারবার সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা সীমান দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল¬াহ সিদ্দিকী জানান, উদ্ধার করা সোনার দাম প্রায় ৩৪ লাখ ৫৪ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ ৪ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়। এঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।