বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আলাদাভাবে উদযাপিত হয়েছে। বুধবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতা কর্মীরা দলীয় পতাকা হাতে নানা শ্লোগানে মুখরিত করে সভাস্থল। সকল ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতা কর্মীর আগমনে অনুষ্ঠান পরিণত হয় জনসমুদ্রে। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম আসলাম হোসেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক একলাচ হোসেন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মেহেদী হাসান, হাবিবুর রহমান, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লাভলুর রহমান, পৌর যুব দলের আহবায়ক হিরু আহম্মেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাফিজ ইকবাল ঈসা, সদস্য সচিব পারভেজ রহমান প্রমুখ। পরে বাঘারপাড়ার গুরুত্বপূর্ণ সড়কে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র্যালি বের হয়।
অপরদিকে, বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে বাঘারপাড়া পৌর বিএনপির ব্যানারে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনার সভাপতিত্বে এ অনুষ্ঠান করা করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম টিপু,বিএনপি নেতা সৈয়দ হাদিউজ্জামান মিরান, বাঘারপাড়া পৌর ছাত্র দলের সদস্য সচিব হৃদয় তারেক প্রমুখ। অনুষ্ঠান শেষে নেতা কর্মীদের নিয়ে বার্ষিকীর আনন্দ র্যালি বের হয়।