অভয়নগর (যশোর) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভয়নগরে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি র্যালি হাইস্কুল গেট থেকে শুরু করে যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল হোসেন রবি, জেলা বিএনপির সাবেক সদস্য মশিয়ার রহমান মশি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, এফএম গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম গাজী, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হাসান লিপু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন। উপজেলা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান আতা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলম মোল্যা প্রমুখ।