নিজস্ব প্রতিবেদক: অনলাইনে জুয়া খেলার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুল হক অন্ত (২৫)কে আটক করে ডিবি পুলিশ। যদিও সোমবার বিকেলে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। অন্ত ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আমতলি ফুলবাড়িয়া গ্রামের এনামুল হকের ছেলে।
ডিবি পুলিশের এসআই শিবু মন্ডল জানিয়েছেন, রাতে সদর উপজেলার চুড়ামনকাটি বাজারের পাশের একটি বিরিয়ানীর দোকানের সামনে কতিপয় যুবক নিষিদ্ধ বিভিন্ন ধরনের বেটিং এজেন্ট, জুয়ার সাইড ব্যবহার করে জুয়া খেলছিল। সংবাদ পেয়ে রাত সাড়ে ৯টার দিকে সেখানে অভিযানে গেলে পুলিশ দেখে ৩/৪ দৌড়ে পালিয়ে যায়। কিন্তু অন্তুকে আটক করা হয়। অন্ত দীর্ঘদিন ধরে অনলাইন ডিভাইস ব্যবহার করে এবং ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে অর্থনৈতিক লেনদেন ইট্রানজেকশনের মাধ্যমে জুয়ার ব্যবসা করে আসছে। সে কারনে তার বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি মামলা হয়ে।
আদালত সূত্রে জানাগেছে, সোমবার অন্তকে আদালতে হাজির করে পুলিশ। মঙ্গলবার তার আইনজীবী পরীক্ষা থাকার কারন দেখালে আদালত তাকে জামিনে মুক্তি দেয়।