বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে দীর্ঘ ২৪ বছর পর জননিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির সাবেক এমপি এম এ এইচ সেলিম। মঙ্গলবার দুপুরে বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর সবুর পূর্ণাঙ্গ শুনানি শেষে সাবেক এমপি এম এ এইচ সেলিমসহ ১৩ জনকে অব্যাহতি প্রদান করেন। এসময়ে আদালত প্রাঙ্গনে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিগত ২০০১ সালে বাগেরহাট শহরের রেলরোডে আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে সাবেক এমপি এম এ এইচ সেলিমসহ ৩৫ জনের নামে জননিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে ১৫ জনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন। মামলা চলাকালে এই মামলায় চার্জশিটভূক্ত আসামী বাগেরহাট জেলা বিএনপির সাবেক দুইজন সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার ও অধ্যাপক আলী রেজা বাবু মৃত্যু বরণ করেন।
জননিরাপত্তা আইনে মামলা থেকে অব্যাহতি শেষে বাগেরহাট সদর আসনে বিএনপির সাবেক এমপি এম এ এইচ সেলিম বলেন, নিরপেক্ষ সরকার ক্ষমতায় আসার পর আমরা ষড়যন্ত্রমুলক মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করি। পূর্ণাঙ্গ শুনানি শেষে আদালত আমাদের সবাইকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাকে মনোনয়ন দিলে আমি আবারও নির্বাচন করব।
এম এ এইচ সেলিম ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের এমপি ছিলেন। এছাড়া তিনি ১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বাগেরহাট জেলা বিএনপির সভাপতি ছিলেন।