Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে জুনিয়র নাইট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গ্রেট হান্টার

এখন সময়: শনিবার, ১৮ অক্টোবর , ২০২৫, ০৪:৩০:৫৫ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরে জুনিয়র নাইট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গ্রেট হান্টার। বুধবার রাতে শহরের আরএন রোড সংলগ্ন পৌরসভার মাঠে তারা ৬১ রানে রাইজিং স্টারকে পরাজিত করে।

রাইজিং স্টার টসে জিতে প্রতিপক্ষ গ্রেট হান্টারকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে গ্রেট হান্টার নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান করে। দলের পক্ষে নিয়াজ সর্বোচ্চ ৮৮ রান করেন। নিয়াজের ৩১ বলের ইনিংসে ছিল ১৩ ছয় ও ২টি চারের মার। এরপাশে তাসিন ১০ বলে ৭টা ছয়ে ৪২ রান। রাইজিং স্টারের মুরাদ ৬১ রানে ২টি ও মাহিম একটি উইকেট উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৭ রান করেন। দলের পক্ষে রায়হান ১৮ বলে ৫টা ছয় ৩টি চারে ৪২ রান করেন। এর পাশে সাঈম ৩৬ ও মাহিম ৩০ রান করেন। গ্রেট হান্টারের আলিফ একটা উইকেট দখল করেন।

গ্রেট হান্টারের নিয়াজ ফাইনাল ও টুর্নামেন্টের সেরা ব্যাটার নির্বাচিত হয়েছেন। সেরা বোলার হয়েছেন সুপার হিরোস টিমের আলিফ আহমেদ আনাম। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন রাইজিং স্টারের মাহিম হোসেন।

টুর্নামেন্টে ১০জন উদীয়মান খেলোয়াড় বাছাই করা হয়েছে। খেলোয়াড়রা হলেন, সুপার হিরোর বায়োজিদ, সুপারম্যানের তাহসিন ইসলাম রাফি, স্প্যাইডারম্যানের মোহাম্মাদ আফ্রিদি, নাহিয়ান রাফি, আলামিন, নাইট নাইডার্সের মাহিন হাসান, রাইজিং স্টারের মোহাম্মদ মুরাদ, উদয় বিশ্বাস, রায়হান কবির তালহা, গ্রেট হান্টারের মোহাম্মদ রোহান। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষন দেয়া হবে।

টুর্নামেন্টের ব্যবস্থাপনার জন্য আরিফুজ্জামান আরিফ, মেহেদি হাসান শিমুলকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া টুর্নামেন্টের আম্পায়ার প্রহলাদ সরকার, জাকির আহমেদ র‌্যাবিন, মনিরুল হুদা খান মনি, আসাদুল্লাহ খান বিপ্লব, পারভেজ রাশেদ ফুল ও স্কোরার আশিকুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।  

খেলা শেষে প্রধান অতিথি দৈনিক লোকসমাজের প্রকাশত শান্তনু ইসলাম সুমিত খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। আরএন রোড ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ।

রিপন অটোস প্রাইভেট লিমিটের চেয়ারম্যান ও যশোর চেম্বার অফ কমার্সের যুগ্ম সাধারণ সম্পাদক ইজাজ উদ্দিন টিপুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার খান মোহাম্মদ শফিক রতন, অ্যাডভোকেট শহীদ আনোয়ার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, সাবেক নির্বাহি সদস্য আজগর আলী খান টিটো, হিমাদ্রি সাহা মনি, শামীম ইজাজ, সাবেক ক্রিকেটার ও কোচ আসাদুল্লাহ খান বিপ্লব, ক্রীড়া সংগঠক জিয়াউর রহমান বিপ্লব, মনিরুল হুদা খান মনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিপন অটোস প্রাইভেকট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আইয়াজ উদ্দিন রিপন।

রিপন অটোস প্রাইভেট লিমিটেডের সার্বিক সহযোগিতায় আরএন রোড ক্রীড়া চক্র সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন টুর্নামেন্টের আয়োজন করে। এবারের আসরে দুই গ্রুপে ভাগ হয়ে আটটি দল অংশ নেন। ‘এ’ গ্রুপের দল গুলো হলো সুপারম্যান, সুপার হিরোস, সুপার কিংস, রাইজিং স্টার। গ্রুপ ‘বি’ এর দল গুলো হলো বেস্ট ফাইটার্স, স্প্যাইডারম্যান, নাইট নাইডার্স, গ্রেট হান্টার্স। 

টুর্নামেন্ট উপলক্ষে মাঠের চারপাশে সুন্দর করে সাজানো হয়। ম্যাচ চলাকালীন উপস্থিত কয়েকশ দর্শক ঢাক-ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ মেতেছিল। এদিন দর্শকদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। মাঠের বাইরে থেকে যারা ক্যাচ ধরেছেন তাদের জন্য ছিল ৫০০ টাকার পুরস্কার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)