বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির ধানের শীষের প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই আহবান জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ও জেলা যুবদলের সাবেক সভাপতি সম্পাদক ফকির তারিকুল ইসলাম।
বিএনপির এই নেতা বলেন, বাগেরহাট জেলা বিএনপির বর্তমান কমিটিকে অচল আখ্যায়িত করে বিএনপির এই নেত বলেন, তারা ঐক্যবদ্ধ হয়ে কোন সিদ্ধান্ত নিতে পারছে না। তাদের মধ্যে গ্রুপিং রয়েছে। তাছাড়া দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলা যুবদল, জেলা শ্রমিক দল ও জেলা ছাত্রদলের কোন কমিটি নাই। সামনে জাতীয় সংসদ নির্বাচন। দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে জেলা যুবদল, জেলা শ্রমিক দল ও জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দেয়ার আহবান জানান। তিনি আরও বলেন, বিএনপি নেতারা ঐক্যবদ্ধ না হলে নির্বাচনের ফলাফল ঘরে তুলতে কষ্ট হতে পারে। আমরা চাই দলে মাইম্যান তৈরি না হয়ে বিএনপির খাঁটি কর্মী তৈরি হোক। বাগেরহাট জেলা বিএনপিতে ব্যক্তি পর্যায়ের যে লোক তৈরি করার প্রবণতা সৃষ্টি হয়েছে তা থেকে নেতাদের বেরিয়ে আসতে হবে। কোন ব্যক্তি নয়- আমরা সবাই এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে চাই। গত চার বছর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বলেছিলেন রাষ্ট্রকে মেরামত করতে হবে। স্বৈরাচারী হাসিনা সরকার বাংলাদেশকে যেখানে নিয়ে গেছে সেখান থেকে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়ে সকলে একযোগে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত মেনেই কাজ করব। দলে কোন চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসী থাকতে পারবে না। এজন্য সর্বোচ্চ পর্যায়ের নেতাদের ব্যবস্থা নিতে হবে জানান ফকির তারিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বাগেরহাট সদর উপজেলা বিএনপি নেতা তালুকদার শহিদুল ইসলাম স্বপন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ, জেলা শ্রমিক দল নেতা আবু হানিফ শেখ শানু, সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, বিএনপি নেতা শেখ মহিদুল ইসলাম, সোহেল রানা, ফকির আল মামুন টিপু, শেখ রবিউল ইসলাম, ফকির আরিফুল ইসলামসহ বিপুল সংখক নেতাকর্মীরা এ সময়ে উপস্থিত ছিলেন।