Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ার নারীসহ ১১ শ্রমিক গ্রেফতার

এখন সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর , ২০২৫, ০৯:১৫:৫০ পিএম

 

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় ইটভাটার দাদনের টাকা নিয়ে শ্রম না দেয়ায় অর্থআত্মসাৎ সিআর মামলায় (ওয়ারেন্টভুক্ত আসামি) নারীসহ ১১ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আসামিদের মধ্যে ভাই বোন, স্বামী-স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও পিতা পুত্র রয়েছে। গত বুধবার রাতে শরাফপুর, সাহস, ভান্ডারপাড়া ও রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, শরাফপুর এলাকার সেলিম শেখ, শিল্পী বেগম, নূরমোহম্মদ গাজী, আজহারুল শেখ, গজেন্দ্রপুর গ্রামের মোক্তার গোলদার, কারীমুল গাজী, রাজিয়া বেগম, ইদ্রিস সানা, কাপালিডাঙ্গার আনার আলী, রঘুনাথপুরের কাকলী রানী দাস ও ভান্ডারপাড়া আবাসনের খোকন শেখ। বরিশালের কাউনিয়া থানার চরবাড়িয়া খেয়াঘাট এলাকার ইনা ব্রিকসে শ্রম দেয়ার কথা ছিলো। ২০২৪ সালে ভাটা সরদারের নিকট থেকে দাদনের টাকা নিয়ে ওই ভাটায় শ্রম দিতে যায়নি। সাতক্ষীরার আব্দুস আজিজ গাজী বাদী হয়ে বরিশাল আদালতে এ মামলা দায়ের করে।

থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত এ আসামিদের গ্রেফতার করতে বুধবার সারারাত পুলিশের এসআই সমরেশ দাস, নিয়াজ মাহমুদ, শ্রীনিবাস, শামীম হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)