বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে মোড়েলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও ঘের দখলকারি মাসুদ মোল্লার কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বহরবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সাবেক সদস্য আবুল কালাম মোল্লা। শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১২ সালে মাসুদ মোল্লা মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা নিবাসী মান্নানের ২ টি চোখ উপড়ে ফেলে । এরপর সে সিলেটে গিয়ে আত্মগোপন করে। সেখানে থেকে চোরা কারবারি ও ডাকাতির মাধ্যমে বিপুল পরিমাণ কালো টাকার মালিক হয়। এলাকায় ফিরে এসে হিন্দুদের ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মুল্যে জমি বাড়ীঘর কিনে নেয় । এরপর অস্ত্রের ভয়ে তাদেরকে উচ্ছেদ করে দখল করে নেয় । ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এলাকার হিন্দুপাড়ায় ঘেরের মাছ লুট করে । ২৪ সালে ঘেরের চৌকিদারকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করে এবং গৈঘর জ¦ালিয়ে দেয় । চলতি বছর সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ দুপুর দেড়টায় বহিরাগত সন্ত্রাসী এনে আমাদের ঘেরটি দখল করে নেয় । ঘেরের চৌকিদার জুলফিকার আলীকে মেরে সামনের ২ টি দাত ভেঙে ফেলে। এ সময় তারা জাহাঙ্গীর, আলমগীর, শামীম ও কবিরকে মেরে গুরুতর জখম করে। এ বিষয়ে মোড়েলগঞ্জ থানায় এজাহার করা হয়েছে। এ বাহিনীর বেপরোয়া কর্মকাণ্ডের কারণে এলাকায় বড় ধরনের বিশৃঙ্খলা ও প্রাণহানির আশঙ্কা বিদ্যমান। মাসুদ বাহিনীর সদস্যরা হলেন ইমরান মোল্লা,রাজ্জাক মোল্লা, লোকমান হাওলাদার, রায়হান মোল্লা ও মুন্না মোল্লা। সংবাদ সম্মেলনে এ বাহিনীর অপতৎপরতার হাত থেকে মুক্তি পেতে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেদার হোসেন, কবির খান, ইব্রাহিম মিয়া,মিন্টু মিয়া, হান্নান খান ও রাসেল মোল্লা।