ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে মাঠ থেকে গরু আনতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে নিয়াম মিনা (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। উপজেলার লখপুর ইউনিয়নের ভট্রখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক নিয়াম মিনা ভট্রখামার গ্রামের মৃত সামাদ মিনার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কৃষক নিয়াম মিনা মাঠ থেকে বাড়িতে গরু আনতে যাচ্ছিলেন। এসময় ভট্রখামার ১৮ নম্বর রেল ব্রিজ পার হওয়ার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ও রেল পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পরে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
মোংলা রেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) নাজমুল হুসাইন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।