Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒হামলার প্রতিবাদ প্রেসক্লাবে সভা

কেশবপুরে সাংবাদিককে মারপিট করায় স্বামী-স্ত্রী গ্রেফতার

এখন সময়: শুক্রবার, ১৭ অক্টোবর , ২০২৫, ১০:২১:৪৪ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে সাংবাদিক সুশান্ত কুমার মল্লিককে বেধড়ক মারপিটের মামলায় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে চিংড়া ক্যাম্পের পুলিশ।
কেশবপুরে পারিবারিক বিরোধের জেরে প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ও মাস্টার সুশান্ত কুমার মল্লিককে বেধড়ক মারপিটের ঘটনায় সুশান্ত কুমার মল্লিক বাদী হয়ে থানায় ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার রাতে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার সরাপপুর গ্রামের এজাহারভক্ত আসামি মৃত গৌর চন্দ্রমল্লিক এর ছেলে প্রদীপ মল্লিক (৪৫) ও তার স্ত্রী মাধবী মল্লিক (৩৮) কে গ্রেফতার করেন।
এ ব্যাপারে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই শামীম হোসাইন দৈনিক স্পন্দনকে বলেন, মামলার বাকী পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, কেশবপুরে সাংবাদিক সুশান্ত মল্লিকের উপর হামলার ঘটনায় সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছে। শুক্রবার সকালে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার সবুজ বাংলা ও বিডি খবর পত্রিকার কেশবপুর প্রতিনিধি সুশান্ত মল্লিকের উপর এলাকার কতিপয় ব্যক্তি হামলা করে। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, মোল্লা আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, আয়ুব খান, অলিয়ার রহমান, সদস্য কবির হোসেন, শেখ শাহীন, রাজ্জাক আহমেদ রাজু, আব্দুল মোমিন, আব্দুল করিম, কামরুজ্জামান রাজু, দৈনিক স্পন্দন পত্রিকার কেশবপুর প্রতিনিধি সিরাজুল ইসলাম প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)