প্রেসবিজ্ঞপ্তি : শুক্রবার দুপুর ১২টায় জেলা কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) যশোর জেলা কমিটির একসভা জেলা সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা সহসভাপতি সোহরাব উদ্দিন মাস্টার, সমীরণ বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান বাদল, প্রচার সম্পাদক কামরুজ্জামান রাজেস, দপ্তর সম্পাদক আহাদ আলী লস্কর, সাংস্কৃতিক সম্পাদক শাহারিয়ার আমীর, মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা পারভীন, অন্যতম নেতা আব্দুল জলিল মাস্টার, জগন্নাথ বিশ্বাস, নাজমুল হোসেন, বিশ্বজিৎ বিশ্বাস, মধুমঙ্গল বিম্বাস, পরিতোষ দেবনাথ, নজরুল ইসলাম প্রমুখ। সভাটি পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। সভায় নেতৃবৃন্দ আন্দোলনরত বেসরকারি শিক্ষকদের দাবির প্রতি সমর্থন ও সংহতি জানিয়ে অবিলম্বে তা মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে চট্টগ্রাম বন্দর ইজারা নির্বিঘ্ন করতে বন্দর এলাকায় মিছিল-মিটিং-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা, মালিক ও সরকারের অবহেলায় ঢাকায় অগ্নিদগ্ধ হয়ে ১৬ জন শ্রমিক কাঠামোগত হত্যার শিকার হওয়ার প্রতিবাদে জানান। সভা থেকে আগামী ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় যশোর দড়াটানায় ৫ শহীদ বিপ্লবীর (কমরেড আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলু) ৫৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভাকে সফল করতে জেলার সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।