শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও জিআর সাজাভুক্ত এক আসামি এবং সিআর পরোয়ানাভুক্ত তিন আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে পুলিশ প্রহরায় তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে শার্শা থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ আবুল কাশেম ও সঙ্গীয় ফোর্সসহ নাভারন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় জনৈক মোঃ হাসান জহির সোহাগের মুদি দোকানের সামনে থেকে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল আমিন হোসেন (২৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া রাজাপুর গ্রামের মোঃ আব্দুল গফুরের ছেলে। এছাড়াও একই রাতে শার্শা থানার এসআই (নিঃ) হযরত আলী, এসআই (নিঃ) গোরাচাঁদ দাশ, এএসআই (নিঃ) মোঃ নজিবুল্লাহ ও এএসআই (নিঃ) মোঃ রবকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে একজন জিআর সাজাভুক্ত ও তিনজন সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- যশোরের শার্শা থানার বাগুড়ী গ্রামের মোঃ মুনছুর আলীর ছেলে ৬ মাসের সাজাভুক্ত আসামি মোঃ আজহারুল ইসলাম (২৪), উলাশী গ্রামের মহিন বিশ্বাসের ছেলে মিঠুন (২৬) ও মাটিপুকুর গ্রামের মোঃ জিয়াউর রহমানের স্ত্রী মোছাঃ ঝর্ণা খাতুন ।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, যথাযথ পুলিশ প্রহরায় তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়।