Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে প্রকৃতি যাত্রা, বৃক্ষরোপণ ও কৃষকদের সাথে মতবিনিময়

এখন সময়: শুক্রবার, ১৭ অক্টোবর , ২০২৫, ১১:২৯:১৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : রোটারি ক্লাব অব ইকো ঢাকা’র উদ্যোগে যশোরে প্রকৃতি যাত্রা, বৃক্ষরোপণ ও কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রাণ-প্রকৃতি, কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে দেশব্যাপী ৬৪ জেলায় পর্যায়ক্রমে এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ৩৩ তম জেলার এসব অনুষ্ঠানে বিভিন্ন রোটারি ক্লাবের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সকাল সাড়ে ১০টায় প্রাচ্যসংঘ প্রাঙ্গণ থেকে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বের হয় ‘প্রকৃতিযাত্রা’। এ সময় বক্তব্য রাখেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজিন খান ও প্রকৃতিযাত্রা প্রকল্প প্রধান রোটারি পাস্ট প্রেসিডেন্ট সাইফুল ইসলাম শামীম।
পরে প্রকৃতিযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
দুপুরের পরে সদর উপজেলার খিতিবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাচ্যসংঘ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। বিকেলে প্রাচ্যসংঘ মিলনায়তনে অনুষ্ঠিত হয় কৃষকদের সাথে মতবিনিময় সভা। সন্ধ্যার পরে প্রাচ্য সংঘ ওবায়দুল বারী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোটারি কো-অর্ডিনেটর সোনিয়া ইসলাম, ডেপুটি কো-অর্ডিনেটর শামীম আহমেদসহ রোটারি ক্লাব অব যশোর, রোটারি ক্লাব অব যশোর নকশি কাঁথা, রোটারি ক্লাব অব যশোর মিডসিটি, রোটারি ক্লাব অব যশোর স্টার, রোটারি ক্লাব অব যশোর ইস্ট এবং রোটারি ক্লাব অব যশোর সেন্ট্রাল এর রোটারিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)