ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় গুটুদিয়া কমলপুর নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সহকারী অধ্যাপক মুহাঃ আব্দুর রশিদ আল-আজাদকে সভাপতি, জিল্লুর রহমান তরফদারকে সেক্রেটারী ও কবিরুল ইসলাম মোড়লকে কোষাধ্যক্ষ করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার সকালে মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহিদুল ইসলাম মোড়লের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্যদেন, জিএম হায়দার আলী, গাজী মোনায়েম হোসেন, এসএম নাজমুল হোসেন, শেখ আব্দুর রশিদ, জিএম শাহিকুল ইসলাম, খান শাহিদুজ্জামান পল্টু, মতিন সরদার প্রমুখ। ৩ বছর মেয়াদী এ কমিটির বাকী সদস্য পরে অন্তর্ভুক্ত করা হবে।