জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে ওয়াজ মাহফিল থেকে শিক্ষকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মহেশপুরের ফতেপুর মুন্সীপাড়ার জানা মুন্সীর ছেলে আরমান হোসেন (২১) জীবননগরের ধোপাখালী নূরানি মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। গত ৪ নভেম্বর রাত ১০টার দিকে তিনি কালা গ্রামের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ওয়াজ মাহফিল শুনতে যান। তিনি সেখানে তার ব্যবহৃত লাল-কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে গেছিলেন। রাত ১২টার দিকে মাহফিল শেষে যেখানে মোটরসাইকেল রেখেছিলেন সেখানে এসে দেখেন, তার মোটরসাইকেলটি নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি বিষয়টি স্থানীয়দের জানান এবং পরবর্তীতে থানায় অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।