কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুলকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে। রবিবার রাতে কলারোয়ায় কথিত শেখ হাসিনা গাড়ি বহর হামলা মামলায় বেকসুর খালাসপ্রাপ্ত বিএনপি নেতৃবৃন্দ অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুলকে ফুলেল শুভেচছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। সাবেক এমপি হাবিবের কলারোয়ার বাসভবনে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে দেশের আলোচিত এ মামলা থেকে ৭০ বছরের সাজাপ্রাপ্ত হাবিবুল ইসলাম হাবিবসহ সকলকে বেকসুর খালাসের রায়ে আইনি সহায়তা দেন। এ সময় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ জাতীয়তাবাদী আদর্শের সকল আইনজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ খালাসপ্রাপ্ত বিএনপি নেতৃবৃন্দ।