নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গ থেকে “আর ডট বাংলা” নামের একটি ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বিষয়ের আলোচনায় আমাকে নিয়ে যে মিথ্যাচার করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বৃহস্পতিবার যশোর বিএনপির মিডিয়া সেলে দেয়া বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুজন আলোচক অযাচিতভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ে মিথ্যা বয়ান হাজির করেছেন। সেখানে যশোরের মাটিতে ভারত বিরোধিতার ছক কষা হয়েছে মর্মে যা বলা হয়েছে তা নির্জলা মিথ্যা। ভারতীয় গণমাধ্যমে ইদানিং এ ধরনের আজগুবি ও কল্পকাহিনী হরহামেশা দেখা যাচ্ছে। পাকিস্তানের কোন নেতা যশোরে আসার কাহিনী সিনেমার গল্পের মতো। আমার চাচাতো ভাই, যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান সম্পর্কে বলা হয়েছে, তিনি নাকি হিজবুত তাহরিরের সদস্য। কী জঘন্য মিথ্যাচার! দেশের আরও কয়েকজন খ্যাতনামা ব্যক্তিকে নিয়েও কুৎসা রটনা করা হয়েছে। আমি খোঁজ নিয়ে জেনেছি আদ দ্বীনের নির্বাহী পরিচালক ডা. মহিউদ্দিন সাহেব বেশ কিছুদিন যাবত দেশেই নেই। অথচ ভারতীয় মিডিয়া তাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে বলে প্রচার করেছে। ভারতের বিভিন্ন মিডিয়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র হননে সরস গল্প তৈরি করছে। এতে আমি বিচলিত নই। আমি শুধু এ বিষয়ে শেরে বাংলা একে ফজলুল হকের সেই বক্তব্য স্মরণ করিয়ে দিতে চাই যে, “যখন ভারতের পত্রিকায় আমার বিরুদ্ধে লেখা হয় তখন বুঝবে আমি সঠিক পথে আছি। আর পক্ষে লিখলে বুঝবে আমি ভুল পথে আছি।” আফসোস, ভারতীয় মিডিয়ার সেই চরিত্র আধুনিক সভ্য সময়েও বদলায়নি। আমি দেশবাসীকে এসব দুর্গন্ধযুক্ত পঁচা ভিউখোর কনটেন্ট ক্রিয়েটরদের সম্পর্কে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।