Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে পাক হানাদারমুক্ত দিবসে বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা

এখন সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর , ২০২৫, ১০:৩৫:১৯ পিএম

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ অঞ্চল মুক্ত দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা। মহান মুক্তিযুদ্ধের গৌরবগাথা স্মরণ, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। ১৯৭১ সালের এই দিনে ক্যাপ্টেন এম. নূরুল হুদার নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি দখলদার বাহিনীকে পরাজিত করে কালিগঞ্জকে হানাদারমুক্ত করেন। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হয় মুক্ত দিবস উদযাপন ও বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা। সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্টজন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারও মানুষের উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর ডা. মোঃ শাহ জাহান। স্মৃতিচারণে তিনি বলেন, ‘‘স্বাধীনতার সময় যাদের সঙ্গে যুদ্ধ করেছি তাদের অনেকেই আহত হয়েছিলেন। কিন্তু তারা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট গ্রহণ করেননি। তারা বলতেন ‘দেশের জন্য লড়াই করেছি, এটাই আমাদের বড় পাওয়া। রাষ্ট্রের কাছ থেকে কিছু নিলে আমরা ছোট হয়ে যেতাম। দেশ স্বাধীন করতে পেরেছি এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।’’

তিনি আরও বলেন, ৫৪ বছর পর আপনাদের সঙ্গে দেখা হলো, ‘‘হয়তো আর দেখা নাও হতে পারে। আমার কোনো দাবি নেই, শুধু চাই আপনারা সুস্থ থাকুন, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেচে বাঁচুন। এখন দেশ গড়বে তরুণ প্রজন্ম। তাদের সতর্ক থাকতে হবে. দেশকে কখনো বিক্রি করা যাবে না। আমরা এখন যুদ্ধ করতে না পারলেও আমরা প্রতিবাদ করার শক্তি রাখি।’’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৯নং সেক্টরের সহ-অধিনায়ক ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য ক্যাপ্টেন এম. নূরুল হুদা (অবঃ)। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘‘যারা ভুয়া মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধার পরিচয় ব্যবহার করছেন তাদের এখনো সময় আছে আত্মসমর্পণ করার। অন্যথায় তদন্তে ভূয়া প্রমাণ হলে দু’টি মামলার মুখোমুখি হতে হবে। ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগে ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে। রাষ্ট্র কাউকে ছাড় দেবে না।’’

 এ সময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯নং সেক্টরের স্পেশাল ফোর্সের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মাহফুজ আলম বেগ, ৯ং সেক্টরের কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মোঃ আহসান উল্যাহ, বীর মুক্তিযোদ্ধা কর্ণেল এম এস এ কে আজাদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য এবং খুলনা বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ হিল সাফি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

‘দৈনিক পত্রদূত’র বার্তা সম্পাদক ও শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ উপজেলা কমান্ডের আহ্বায়ক শেখ আব্দুর রউফের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মাইনুল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)