মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পদক ও বাংলাদেশ উম্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থা জাতীকে ধ্বংস করে দিয়েছে। বিগত ১৭ বছরের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদেরকে মেধাবী হিসেবে তৈরির পরিবর্তে জিপিএ -৫ পাইয়ে দেয়ার জন্য নম্বর দিয়ে পাশ করিয়ে দেয়ার জন্য অনৈতিক প্রবনতায় শিক্ষকদের বাধ্য করা হয়েছিলো।
শনিবার সকাল ১০ টায় তিনি বাগেরহাটের মোরেলগঞ্জে “ শিক্ষার মানন্নোয়ন ও বর্তমান প্রেক্ষাপট” শীর্ষক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করতে গিয়ে এ কথা বলেন।
মোরেলগঞ্জ উপজেলা সদর রওশন-আরা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল- আজাদ। সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবু জাফর খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম।
প্রধান অতিথি ড. এ বি এম ওবায়দুল ইসলাম আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের শিক্ষকদেরকে নৈতিকতা এমন পর্যায় নিয়ে গিয়েছিলো যে জাতী গড়ার কারিগর শিক্ষকদেরকে বাধ্য করেছিলো ভেটারবিহীন নির্বাচনে এবং দিনের ভোটে রাতেই সিল মেরে বাক্স ভর্তি করতে।
তিনি বলেন, আমাদের শিক্ষক সমাজ ও শিক্ষার মানন্নোয়ন করতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, শিক্ষাখাতে বাজেট বাড়াতে হবে, নৈতিক মান সম্পন্ন কর্মমূখি বাস্তবধর্মী শিক্ষা ব্যবস্থা প্রনয়ন করতে হবে।
অধ্যাপক আবু জাফর মো. ফায়জুল হকের পরিচালবায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সহসভাপতি সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যাপক এম এ আউয়াল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মেহেদী হাসান, অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, প্রধান শিক্ষক যথাক্রমে মো. লুৎফর রহমান, আ. কুদ্দুস মাততুব্বর, মো. শফিকুল ইসলাম, মাসুম জাকারিয়া, মাষ্টার শাহ-আলম, মিসেস জান্নাতুল ফেরদৌসি প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।