Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒সেকেন্ডের ব্যবধানে ২টি, উৎপত্তিস্থল বাড্ডা ও নরসিংদী

৩২ ঘণ্টায় ৩ ভূমিকম্পে আতংক

এখন সময়: শনিবার, ২২ নভেম্বর , ২০২৫, ১০:৩১:৪৬ পিএম

স্পন্দন ডেস্ক: সাড়ে সাত ঘণ্টার ব্যবধানে আবার ঝাঁকুনি অনুভব করার মধ্যে সেকেন্ডের ফারাকে দুইবার ভূমিকম্পের তথ্য দিয়েছে ঢাকার আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র। এ নিয়ে প্রায় ৩২ ঘণ্টায় তিনবার ভূমিকম্প অনুভূত হওয়ায় আতংক চলছে গোটা দেশে।

শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে সেকেন্ডের ব্যবধানে রাজধানীর বাড্ডা ও নরসিংদীর এ দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও আশপাশের এলাকা।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর বলেন, ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে একটি এবং ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে আরেকটি ভূমিকম্প হয়েছে।

প্রথমটির উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকার বাড্ডা। রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পটিকে ‘মৃদু’ বলেছে আবহাওয়া অফিস।

সেকেন্ডর ব্যবধানে দ্বিতীয়টির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৩ কিলোমিটার দূরে নরসিংদীতে। রিখটার স্কেলে ৪.৩ মাত্রার এই ভূমিকম্পটিকে ‘হালকা’ বলা হয়েছে।

এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে আরেকটি মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। প্রথমে যদিও এর উৎপত্তিস্থল সাভারের বাইপাল বলা হয়েছিল।

আগের দিন সকালে তীব্র ভূমিকম্পে পুরো দেশ কেঁপে ওঠার পর এ নিয়ে প্রায় ৩২ ঘণ্টায় তিনবার ভূমিকম্প অনুভূত হল।

তবে শনিবারের দুই ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পায়নি ফায়ার সার্ভিস।

ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র দুটি ভূমিকম্প হওয়ার কথা বললেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বাংলাদেশে একটি ভূমিকম্প হওয়ার তথ্য দিয়েছে। সন্ধ্যা ৬টা ৬ মিনিটের এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। এটির কেন্দ্র ছিল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রও একই তথ্য দিয়েছে।

অপরদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) বাংলাদেশে একটি ভূমিকম্প হওয়ার তথ্য দিয়ে বলছে, সন্ধ্যা ৬টা ৬ মিনিটের এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে আট কিলোমিটার উত্তর উত্তর-পূর্ব দিকে।

এদিকে সন্ধ্যায় ফের রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাকে কাঁপিয়ে যাওয়া ভূমিকম্পের ঘণ্টাখানেক পর রাজধানীর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কোথাও থেকে কোনো ফোন আসেনি।

শনিবার কয়েক ঘণ্টার মধ্যে তিনবার ভূমিকম্পের ঝাঁকুনি অনূভব করার আগের দিনই শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের কবলে পড়ে বাংলাদেশ।

তাতে তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়, আহত হয় ছয় শতাধিক মানুষ। ঢাকার বহু ভবনে ফাটল, কোথাও কোথাও হেলে পড়ার ঘটনা ঘটে।

রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীরই মাধবদীতে, কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)