প্রেসবিজ্ঞপ্তি : জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলার সাবেক সভাপতি, শ্রমিকনেতা দিদারুল হক-এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০ টায় কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয়, জেলা ও থানা কমিটির নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে প্রয়াত শ্রমিকনেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট শোক নিরবতা পালন ও শপথ পাঠ করেন করেন। উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা সভাপতি শ্রমিকনেতা আশুতোষ বিশ্বাস, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন খুলনা শাখার সভাপতি শ্রমিকনেতা হাসান মুন্সি মাস্টার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ অভয়নগর থানা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা নাজমুল হুসাইনসহ প্রমুখ নেতৃবৃন্দ। কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক এম আর টিটু।