Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইজিবাইক চুরির অভিযোগে তিনজনকে গণধোলাই, ইজিবাইক উদ্ধার

এখন সময়: রবিবার, ২৩ নভেম্বর , ২০২৫, ০৯:২৫:০৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর থেকে চুরি হওয়া একটি ইজিবাইক নড়াইল থেকে উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ। এ সময় চুরির সাথে জড়িত তিন যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এরা হলো, মাগুরার শালিখা উপজেলার বামনখালি গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলের সৌরভ হোসেন, মাগুরার শালিখা উপজেলার পুলুম গ্রামের হারুন মোল্লার জামাই মারুফ হোসেন ও নড়াইল শহরের সাজিয়ারা ঢাল এলাকার হাসান মোল্লার ছেলে শাহিন মোল্লা।
মামলার অভিযোগে জানা গেছে, নড়াইলের লোহাগড়ার মটবাড়ি গ্রামের শফিকুল শেখ নড়াইল শহরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শনিবার শরিফুল নড়াইল থেকে একজন রোগী ও সাথে আরও তিনযাত্রী নিয়ে দুপুরে যশোর শহরের মাইকপট্টি এলাকার একটি ক্লিনিক আসেন। ক্লিনিকের সামনের বৈদ্যুতিক পিলারের কাছে ইজিবাইক রেখে তিনি দোতলায় যান প্রস্রাব করার জন্য। ফিরে এসে শরিফুল দেখেন তার ইজিবাইক চুরি হয়ে গেছে। খোঁজাখুঁজি করে ইজিবাইক না পেয়ে তিনি কোতোয়ালি থানায় যেয়ে লিখিত অভিযোগ করেন।
এদিকে, ইজিবাইক চুরির কথা শুনে শফিকুল শেখের ছেলে জাহিদ হাসান খুঁজতে থাকেন। সন্ধ্যায় তিনি নড়াইল বাসস্ট্যান্ডের কাছে তার পিতা ইজিবাইকটি দেখতে পান। সাথে সাথে তিনি স্থানীয় লোকজন এবং পুলিশকে খবর দেন। স্থানীয়রা ওই তিনজনকে আটক ও গণপিটুনি দেয়। পরে নড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকটি উদ্ধার ওই তিনজনকে আটক করে। পরে কোতোয়ালি থানা পুলিশ নড়াইলে গিয়ে উদ্ধার হওয়া ইজিবাইক এবং আটক তিনজনকে যশোর কোতয়ালি থানায় নিয়ে আসে। আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)