নিজস্ব প্রতিবেদক : যশোরে কিশোরী মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আসলাম হোসেন। কোমল পানীয় সাথে চেতনানাশক খাইয়ে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে জানিয়েছে আসলাম হোসেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমীন আটক আসলাম হোসেনের জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আসলাম হোসেন মণিরামপুরের হুরেরগাতি গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে ও যশোর শহরের চাঁচড়া এলাকার ভাড়া বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আসলাম হোসেন তার মেয়েকে ধর্ষণ করে। শনিবার বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। শনিবার রাতে আসলামের বিরুদ্ধে মামলা করেন মেয়ের মা। রোববার আসলামকে আদালতে সোপর্দ করা হলে ধর্ষণের কথা স্বীকারে আদালতে জবানবন্দি দিয়েছে। এ দিকে কিশোরীর জবানবন্দি গ্রহণ শেষে বিচারক তার মায়ের জিম্মায় দেয়ার আদেশ দিয়েছেন।