শালিখা প্রতিনিধি: মাগুরার শালিখাতে স্যার ডিলার নিয়োগ নীতিমালা ২০২৫ এর পাশাপাশি সাবডিলার (খুচরা বিক্রেতা) পুনর্বহাল রাখার দাবিতে মানববন্ধন মঙ্গলবার সকাল ১১টায় আড়পাড়ায় অনুষ্ঠিত হয়। পরে ইউএনওর কাছে স্মারকলিপি জমা দেন তারা।
খুচরা সার বিক্রেতা কামরুল হোসেনের নেতৃত্বে এ মানববন্ধনে শালিখা উপজেলার সব বাজারের খুচরা সার বিক্রেতা উপস্থিত ছিলেন। আয়োজনে ছিল শালিখা উপজেলা সাবডিলার (সার) ।