শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিনের নেতৃত্বে বিশাল গণমিছিল ও নির্বাচনী জনসভা বৃহস্পতিবার বিকালে শ্রীপুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর উক্ত স্টেডিয়ামে জনসভা শেষে সুশৃঙ্খল বিশাল গণমিছিল শ্রীপুর ও খামারপাড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর মিনি স্টেডিয়ামে এসে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে জামায়াত নেতা আব্দুল মতিন নেতাকর্মীদের নিয়ে এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, যশোরুকুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মোল্লা মিজানুর রহমান সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা মো. আনিস উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার সাংগঠনিক সম্পাদক প্রনয় কুমার বিশ্বাস, মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি আমিন উদ্দিন আশিকসহ অন্যরা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আব্দুল গাফফার, জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. ইব্রাহিম বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য সাবেক ছাতনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, মাগুরা সদর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, মাগুরা পৌর আমীর সহকারী অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, সাবেক উপজেলা সেক্রেটারী মাওলানা মো. আমিরুল ইসলাম,সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার, সদর ইউনিয়ন আমীর মাওলানা মো. ইনছান আলীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।