শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে কবি কাজী কাদের নওয়াজের বাসভবনের সামনে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক মো. রেজওয়ান বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী আফতাব হোসেন, মো. রেজাউল ইসলাম, শহিদুল মোল্যা, উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন, সহসভাপতি মিরান্নাহার, সহ-সাধারণ সম্পাদক মোছা. সাথী খাতুন, সদস্য চিন্ময় শিকদার প্রমুখ।