জাকির হোসেন, কুয়াদা : যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া কলেজের সৌন্দর্য ফেরাতে ১০৮ টি গাছের চারা রোপণ করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রমজান আলী ।
জানাযায়,ঢাকুরিয়া কলেজের যাএা শুরু হয় ১৯৯৯ সালে এবং প্রাথমিকভাবে কলেজটি অনুমোদন পায় ২০০২ সালে। প্রথমে ছয় কক্ষবিশিষ্ট আধাপাকা অবকাঠামো থাকলেও বর্তমানে সেখানে চার তলা বিশিষ্ট ভবন নির্মিত হয়েছে। ইতিমধ্যে ২৭ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপণের উদ্যোগ নেয়নি কেউ। তখন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রমজান আলী উদ্যোগ নিয়েছেন গাছের চারা রোপণের। তিনি বুধবার ৩ (ডিসেম্বর) সকালে ফুল, ফল, বনজ, এবং ঔষধিসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা নিয়ে কলেজে আসেন। এসময় ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ ও সহকর্মীদের নিয়ে তিনি চারা রোপণ করেন।