অভয়নগর (যশোর) প্রতিনিধি : অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে যশোরের অভয়নগরে ভবদহের জলাবদ্ধ এলাকার ২০ জন নারীকে সেলাই মেশিন উপহার দেয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে রোববার সকালে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এর আগে উপকারভোগী নারীদের উপজেলার সুন্দলী ইউনিয়নে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ দেয়া হয়।
বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমানের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মো. মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌস শান্ত, প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মোজাফ্ফার আহমেদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদ, সাধারণ সম্পাদক আকিব হোসেন গালিব সহ শুভসংঘের বন্ধুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ অভয়নগর উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ তাজ।