মাগুরা প্রতিনিধি : মাগুরা ইটখোলা বাজার এলাকায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে সাইকেল ভ্যান রিক্সার পার্টসের দোকানে। বৃহস্পতিবার ভোররাতে ইটখোলা ওই দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে দোকানে থাকা ভ্যান রিকশা মোটর সাইকেলের টায়ার টিউবসহ বিভিন্ন প্রকার জিনিসপত্র পুড়ে যায়। অগ্নিকাণ্ডে দোকানের টিন বৈদ্যুতিক মিটারসহ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে দোকান মালিক। মাগুরা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার রুহুল আমিন বলেন- ভোররাতে ইটখোলা বাজারে সাইকেল পাসের দোকানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবরের পরপরই দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে সূত্রপাত কিভাবে হয়েছে তা নিরূপণ করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুন ধরতে পারে। তবে এ ব্যাপারে তদন্ত করে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যাবে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান বলেন, পার্টসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে এমন ধারণা করা হচ্ছে। তবে কিভাবে ওই পার্টসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।