নিজস্ব প্রতিবেদক : আমেরিকান সাহায্য সংস্থা ইকোর উদ্যোগে শনিবার (২৭ ডিসেম্বর) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নাসিরুল উলুম কুরবানিয়া সিদ্দিকীয়া হিফজুল মাদ্রসায় ৪ শতাধিক এতিমদের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম ও উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আবদুল খালেক। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার উপধ্যক্ষ মেহেদী হাসান, নূর মোহাম্মদ, আবু হুরাইয়ারা, নাজমুল হাসান প্রমুখ।
মাদ্রসারা শিক্ষার্থী মো: আবদুল্লাহ জানান, আমাদের মাদ্রাসায় সাড়ে ৪শ শিক্ষার্থী রয়েছে। যাদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষাদান দেয়া হয়। এতো শিক্ষার্থীদের প্রতিদিন খাবার খাওয়ানো কতৃপক্ষের জন্য অনেক কষ্টকর ব্যাপার হয়ে থাকে। এরমধ্যে শনিবার দুপুরে আমরা ইকোর আয়োজনে উন্নত মানের খাবার খেয়েছি। এতে করে সবাই অনেক খুশি হয়েছে। ইকোর এই মহতী উদ্যোগ যেন অব্যাহত থাকে। তারা যেন মানুষের জন্য ভালো কাজ করে যেতে পারে সেই দোয়া আমরা করছি।