Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খাঁনের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী স্বেচ্ছাসেবক দলের ফিরোজ

এখন সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর , ২০২৫, ১০:০৮:০৪ এম

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক পদ ছেড়ে সদ্য বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খাঁন। এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এ আসনে ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা সদস্য মুর্শিদাজামান পপি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া জামায়াতসহ ৯ প্রার্থী মনোনয়ন জমা দিযেছে। সোমবার বেলা আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন রাশেদ খাঁন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ-৩ আসনের বিএনপির প্রার্থী মেহেদী হাসান রনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ আতিয়ার রহমানসহ নেতা-কর্মীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রাশেদ খাঁনের সাথে কালীগঞ্জ উপজেলা বিএনপির অধিকাংশ নেতৃবৃন্দকে দেখা যায়নি। তিনি ঝিনাইদহ জেলা শহর থেকে এসে মনোনয়নপত্র জমাদানের আনুষ্ঠানিকতা শেষে আবার ঝিনাইদহ শহরে ফিরে গেছেন। মনোনয়ন জমাদান শেষে এম এ মজিদ বলেন, ‘রাশেদ খাঁন কোনো একক ব্যক্তি নন, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী। এই সংকটময় সময়ে ব্যক্তি নয়, দলকে প্রাধান্য দিয়ে সব ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মনোনয়নপ্রত্যাশী নেতাদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার আহ্বান জানান।’ তারেক রহমান মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন উল্লেখ করে রাশেদ খাঁন বলেন- ‘আমি তারেক রহমানের প্রতিনিধি। আমি বিশ্বাস করি, ধানের শীষের ভোটার ও কালীগঞ্জের আপামর জনসাধারণ ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিবেন। আমি ঝিনাইদহ-৪ আসনের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। নির্বাচিত হলে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও যোগাযোগ খাতে সমান গুরুত্ব দেওয়া হবে। কোনো দলাদলি থাকবে না। বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বলিয়ান হয়ে আমি কালীগঞ্জ তথা ঝিনাইদহ জনপদের উন্নয়নের জন্য কাজ করতে চাই।’ এদিকে স্থানীয় কাউকে মনোনয়ন না দেওয়ায় এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। ক্ষুব্ধ নেতা-কর্মীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ করেন। দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। গত শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ শহরের নিমতলা দলীয় কার্যালয়ে আয়োজিত এক কর্মিসমাবেশে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত নেতা-কর্মীদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। সোমবার বেলা দেড়টার দিকে ঝিনাইদহ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সাইফুল ইসলাম ফিরোজ। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। মনোনয়ন জমা দেওয়ার পর উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্রজীবন থেকে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতি করেছি। এ আসনে বিএনপির তিনজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। যাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিএনপির কেউ নন। আমি কালীগঞ্জবাসীর ওপর আস্থাশীল। তারা আমাকে চেয়েছে।’ সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘আমি আল্লাহর ওপর ভরসা করে কালীগঞ্জের মানুষের করা বিবেচনা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। ইনশাআল্লাহ কালীগঞ্জের সর্বসাধারণের জয় হবে। আমি বিশ্বাস করি, আমাদের নেতা তারেক রহমান নিশ্চয়ই ধানের শীষ আমার হাতে তুলে দেবেন। ধানের শীষ ফিরে না পাওয়া পর্যন্ত আমার সংগ্রাম চলবে।’ ঝিনাইদহ-৪ আসনটি কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও সদরের ৪টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২০টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৩৩ হাজার ৪৬১ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৫৬ জন, নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ২০০ ও হিজরা ভোটার রয়েছে ৫ জন। এই আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে চূড়ান্তভাবে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়। ২৭ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)